শিরোনাম:
আরও এক সপ্তাহ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ সৌদি আরবে
- Update Time : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : সৌদি আরবে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক সব ফ্লাইট। বন্ধ থাকবে স্থল ও সমুদ্রবন্দরের সব কার্যক্রম।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার ২৯ ডিসেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর হঠাৎ সৌদি আরব এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বলা হয়, এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বাড়তে পারে। আজ ছিল নিষেধাজ্ঞার শেষ দিন। নতুন ঘোষণার ফলে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক সব ফ্লাইট।
এসএস//