শিরোনাম:
মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত
- Update Time : ০৭:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় স্বপন কুমার নাথ (৫৫) নরামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ার রোড এলাকার ঢাকামুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনর্চাজ বলেন, সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার এসে স্বপন কুমারকে ধাক্কা দেয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, সে মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম তালবাড়ীয়া এলাকার মুহুরী বাড়ির বাসিন্দা। এছাড়া স্বপন কুমার নাথ মিরসরাই পৌর বাজারের সেলী ক্লথ ষ্টোরের সত্ত্বাধিকারী।
এসএস//