ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- Update Time : ০৪:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৮) এবং একই গ্রামের লাল মিয়ার ছেলে সৌরভ (১৭) ও তার ভাগনে মুন্না (২৫)। মুন্না পেশায় একজন মাইক্রোবাসচালক।
ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। রশিদ নামের এক কিশোরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। সৌরভকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়।
ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, একটি সিমেন্টবোঝাই ট্রাক ভূঞাপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর আসলে বিপরীত থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।
এসএস//