হেলিকপ্টারে নববধূকে নিয়ে সাইমন
- Update Time : ১২:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বরের পোশাকে সাইমন সাদিক আর কনের পোশাকে পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এজন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি।
তবে এই ঘটনা বাস্তবে নয়। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এটি। যেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক ও মডেল-অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টিকে। এর মাধ্যমে প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এই নায়ক।
এ প্রসঙ্গে সাইমন রাইজিংবিডিকে বলেন, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করলাম। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। পরিচালনায় ছিলেন এস আরিফিন অলিভ। আর সহশিল্পী পূর্ণিমা বৃষ্টি। সবাই মিলে কাজটি বেশ উপভোগ করেছি।
গত বছর সাইমন সাদিক ‘জান্নাত’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘আনন্দ অশ্রু’, ‘কাজের ছেলে’ প্রভৃতি। বতর্মানে ‘দায়মুক্তি’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুস্মি রহমান।
এসএস//