মেলবোর্নে বড় লিডের পথে ভারত
- Update Time : ০৩:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানের দারুণ অপরাজিত সেঞ্চুরিতে বড় লিডের পথে রয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।
শনিবার প্রথম দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৬ রান করেছিল ভারত। ২৮ রানে সুবমান গিল ও ৭ রানে চেতশ্বর পূজারা ছিলেন অপরাজিত।
দলীয় ৬১ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন। অভিষিক্ত সুবমান গিলের আফসোস। পাঁচ রানের জন্য পাননি ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৬৫ বলে ৪৫ রান করে ফেরেন গিল। আটটি চার হাঁকানো গিল কামিন্সের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে পেইনের গ্লাভসে।
এরপর দ্রুত বিদায় নেন চেতশ্বর পূজারা। খুব করে চেয়েছেন তিনি উইকেটে টিকে থাকতে। ৭০ বলে ১৭ রানে তিনিও কামিন্সের বলে ক্যাচ দেন পেইনের হাতে। তার ইনিংসে ছিল মাত্র একটি চার।
হনুমা বিহারীর সাথে এরপর দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এই জুটি দলকে নিয়ে যান ১১৬ রান অবধি। ৬৬ বলে ২১ রানে লিওনের বলে আউট হন বিহারী। এরপর অনেকটা ওয়ানডে স্টাইলে খেলা রিশব পন্থও বিদায় নেন স্টার্কের বলে। ৪০ বলে তিন চারে ২৯ রান করেন তিনি।
তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া রাহানে। ষষ্ঠ উইকেটে তার সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা। এই জুটি সবচেয়ে সফল। দ্বিতীয় দিনের বাকি সময়টা দুজন নির্বিঘ্নে পার করেছেন। এর মধ্যে দারুণ সেঞ্চুরি তুলে নেন অজিঙ্কা রাহানে। টেস্ট ক্যারিয়ারে রাহানের এটি ১২তম সেঞ্চুরি।
রাহানে-জাদেজা জুটি অবিচ্ছিন্ন আছেন ৯৫ রানে। ২০০ বলে ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত রাহানে। অধিনায়কের ইনিংসে ছিল ১২টি চার, নেই ছক্কা। ১০৪ বলে ৪০ রানের চরম ধৈযশীল ইনিংস খেলে অপরাজিত স্পিনার জাদেজা। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও কামিন্স দুটি করে, নাথান লিওন একটি উইকেট লাভ করেন।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ১৯৫ রানে। প্রথম ইনিংসে ভারতের এখন অবধি সংগ্রহ ২৭৭ রান। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে ৮২ রানের লিড নিয়েছে সফরকারী ভারত।
এসএস//