দুই হাজার বছর পুরানো জলখাবারের দোকান আবিষ্কার
- Update Time : ০২:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ৩ Time View
সারাদেশ ডেস্ক : ইতালির পম্পেই নগরীতে দুই হাজার বছর পুরানো একটি জলখাবারের দোকান আবিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে প্রাচীন মানুষের জলখাবার অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করছেন গবেষকরা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে যে, ফাস্টফুডের দোকানটি চিত্র দ্বারা সজ্জিত ছিল। এটি ছিল একটি থার্মোপোলিয়াম। গ্রীক শব্দ থার্মোপোলিয়ামের অর্থ হচ্ছে এমন একটি দোকান যেখানে গরম খাবার বিক্রি হয়। গবেষকরা দোকানটি থেকে শুকর, ছাগল, মাছের অবশিষ্টাংশ পেয়েছেন। গবেষকরা বলছেন যে , এই দোকানটি বর্তমান যুগের ফাস্টফুডের দোকানের সমপর্যায়ের।
এ বিষয়ে পম্পেইয়ের প্রত্নতাত্ত্বিক উদ্যানের মহাপরিচালক মাসিমো ওসান্না বলেন, ধারণা করছি যে দোকানটি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল অথবা এর মালিক দোকানটি ছেড়ে চলে গিয়েছিলো। সম্ভবর অগ্ন্যুৎপাতের প্রথম দিকেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী সর্বনাশা অগ্নুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিলো। ৬০ ফুট উঁচু ছাই এবং ঝামা পাথর এর নিচে শহরটি চাপা পড়ে যায়।
এসএস//