সুবর্ণচরে কলেজছাত্রের আত্মহত্যা
- Update Time : ০৬:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে মোবাইল কেনার টাকা না পেয়ে অভিমান করে সীমান্ত মজুমদার হৃদয় (২২) নামের এক কলেজছাত্র বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
সীমান্ত মজুমদার হৃদয় চরবাটা গ্রামের বাবুল মজুমদারের ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে মোবাইল কেনার জন্য মায়ের কাছে পনের হাজার টাকা চান হৃদয়। পরে তার বাবাকে জানাতে বলে মা। গত ১-২ দিন বাবার কাছেও মোবাইলের টাকা চেয়ে ব্যর্থ হন হৃদয়। টাকা না পেয়ে বাবা-মার ওপর অভিমান করে শনিবার রাত সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে পোকা মারার কীটনাশক খান হৃদয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
চরজব্বার থানা পুলিশ জানান, মোবাইল কেনার টাকা না পেয়ে হৃদয় আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এসএস//