পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা
- Update Time : ০৬:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
বিশেষ প্রতিবেদক : পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়েছে।
আজ রোববার ২৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।
যারা ডিআইজি হয়েছেন তারা হলেন- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের যুগ্ম কমিশনার মোহা. আশরাফুজ্জামান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আিতরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবুর রহমান, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. রুহুল আমিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বাসুদেব বণিক।
এসএস//