সারাদেশ ডেস্ক : রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধনে রেকর্ড গড়েছে। আজ লেনদেনে চাঙাভাব থাকায় ডিএসইর বাজার মূলধন অবস্থান করছে ইতিহাসের সর্বোচ্চ স্থানে।
আজ রোববার ২৭ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, আজ ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে এসেছে। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।
আগের দিন (বৃহস্পতিবার) ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। আজ ১৩ হাজার ৬০৩ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে আসে।
এর আগে ২০১৮ সালের ১ জানুয়ারি ডিএসইর সর্বোচ্চ বাজার মূলধন ছিল। ওইদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৫ লাখ টাকা।
এদিকে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার লেনদেন শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএস//
Leave a Reply