শিরোনাম:
আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি পাপুলের স্ত্রী-কন্যা
- Update Time : ০৫:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম আত্মমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। রোববার বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।
গত ২৬ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। পরে ২২ ডিসেম্বর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন নামঞ্জুর করে ২৮ ডিসেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এরআগে একই আদালত কাজী শহিদ ইসলাম পাপুল, স্ত্রী, মেয়ে ও শ্যালীকার ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ ও ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।
এসএস//