শিরোনাম:
চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
- Update Time : ০৪:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : চট্টগ্রামে একটি নির্মাণাধীন দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন মোঃ সালাউদ্দিন (২০) ও মোঃ শুক্কুর (১৮)।
আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানা পুলিশ নিশ্চিত করে জানায়, নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে একজন নিহত হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসে। তার নাম সালাউদ্দিন। পরে এখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টার দিকে শুক্কুর নামে আরেকজন মারা যান। নিহত দুই শ্রমিক এনায়েত বাজার তুলাতলী এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।
এসএস//