শিরোনাম:
উগান্ডায় নৌকা ডুবে বহু লোক মারা গেছেন
- Update Time : ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : উগান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্র সীমান্তে অবস্থিত লেক আলবার্টে নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উগান্ডার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা আশরাফ ওরোমো জানিয়েছেন, বুধবার লেকের উত্তর-পূর্বে উগান্ডার দুটি স্থান থেকে নৌকাটিতে যাত্রী ওঠানো হয়। তীব্র বাতাসে নৌকাটি উল্টে পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, ‘নৌকাটিতে ৫০ জনের বেশি আরোহী ছিল। ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা ছিল।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াঙ্গো বলেন, ‘নিরাপত্তামূলক ব্যবস্থার অভাব এবং দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে লেক আলবার্টে অনেক বেশি দুর্ঘটনা ঘটছে।
এসএস//