সৌদির কাছে আরো অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- Update Time : ০৪:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ৪ Time View
সারাদেশ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউস ছাড়ার আগে সৌদি আরবের কাছে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। একজন বিশেষজ্ঞ এই পদক্ষেপকে “নৈতিক আক্রোশ” বলে অভিহিত করেছেন। দেশটির স্টেট ডিপার্টমেন্ট ইতমধ্যে কংগ্রেসকে এ ব্যাপারে অবহিত করেছে।
স্টেট ডিপার্টমেন্ট রিয়াদকে যথাক্রমে-গাইডড, এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বিক্রয়ের জন্য লাইসেন্স দিতে চাইছে। এর মাধ্যমে সৌদি আরব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এ ছাড়া বিমান হামলার সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এ সব অস্ত্রের অনুমানিক মূল্য ৪৭৮ মিলিয়ন ডলার।
মার্কিন অস্ত্র প্রস্তুতকারী সংস্থা রেথিয়ন টেকনোলজিস কর্প কর্পোরেশনকে এ অস্ত্র তৈরির লাইসেন্স দেওয়া হয়েছে। তারা এখন সরাসরি সৌদি আরবে অস্ত্র বিক্রি করতে পারবে। এই চুক্তির শর্ত অনুযায়ী উপসাগরীয় রাজ্যে অস্ত্র তৈরি করা হবে, যার কাজ ২০১৯ সালের প্রথম থেকেই চলছে। এই চুক্তির আওতায় ৯৭ মিলিয়ন ডলারের অভ্যন্তরীণ সুরক্ষা যোগাযোগ ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র:আলজাজিরা।