বান্দরবান প্রতিনিধি : বান্দরবান বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১২ দোকান। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান।
আজ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সকালে ওই বাজারের কেএসপ্রু মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটের একটি ইলেকট্রিক দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় আগুনে পুড়ে গেছে মার্কেটের কাপড়, ওষুধ, ইলেকট্রনিক, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের ১২ দোকান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা মিলে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় আগুনে পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী পরিচালক মো. কামাল জানান, আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এসএস//
Leave a Reply