ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবসের বিশেষ সাধারণ সভায় স্থিতাবস্থা : হাইকোর্ট
- Update Time : ০১:৫৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক: ‘দি ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’এর বিশেষ সাধারণ সভায় স্থিতাবস্থা (ষ্ট্যাটাসকো) জারি করেছেন হাইকোর্ট ।
আগামী ২৫ ডিসেম্বর কুমিল্লা টাউন হলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এক রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
বুধবার ২৩ ডিসেম্বর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুশফিকুর রহমান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সগীর আনোয়ার।
আইনজীবী মুশফিকুর রহমান জানান, সংগঠনটির বর্তমান সভাপতি নিজাম উদ্দিন পিন্টু ক্ষমতার অপব্যবহার করে জরুরী সভা ডেকেছেন। যেটা গঠনতন্ত্র বিরোধী। এ কারনে সংগঠনটির জেলা গভর্ণর মো: রফিকুল ইসলাম সভা স্থগিত চেয়ে আদালতে মামলা করেন। ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-৩ মামলাটি খারিজ করে দেন। এরপর তিনি হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। হাইকোর্ট ওই রিভিশন মামলার শুনানি নিয়ে সভার উপর স্থিতাবস্থা জারি করে আবেদনটি নিষ্পত্তি করে দেন। ফলে ওই সভা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে।
এসএস//