ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- Update Time : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ৩ Time View
সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার সলঙ্গায় ট্রাক চাপায় ফারদিন হাসান সোহাগ (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে সোহাগের বাবা গোলাম ফারুক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার নলকার ফুলজোর ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ থানার দত্তকুসা কামারপাড়া গ্রামের গোলাম ফারুকের ছেলে।
নলকা ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য জানান, সাহেবগঞ্জ বাজার থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল করে সিরাজগঞ্জে যাচ্ছিল সোহাগ ও তার বাবা। মোটরসাইকেলটি সলঙ্গা থানার নলকার ফুলজোর ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছে মহাসড়কে উঠলে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে সোহাগের মৃত্যু হয়। গুরুতর আহত হয় গোলাম ফারুক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসএস//