আই লিগে খেলতে কলকাতায় যাচ্ছেন জামাল
- Update Time : ০৩:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : কলকাতা মোহামেডানের হয়ে ভারতের আই লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া।
আগামী ৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। এ প্রতিযোগিতায় কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলার বিষয়টি আগেই ঠিক হয়ে ছিল। কিন্তু এই মিডফিল্ডার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তৈরি হয় শঙ্কা।
গত চার ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের পর করোনাভাইরাসে আক্রান্ত হন জামাল। গত ১৯ ডিসেম্বর তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে।
গত ২২ তারিখে কাতার থেকে দেশে ফেরেন জামাল। বৃহস্পতিবার তার কলকাতায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ভিডিও বার্তায় জামাল দোয়া চেয়েছেন সবার কাছে, “আজ কলকাতা যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ কলকাতা মোহামেডানে যোগ দিব।
বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সর্বশেষ ২০১৪ সালে মামুনুল ইসলাম মামুন আতলেতিকো দি কলকাতায় যোগ দিয়েছিলেন। লম্বা বিরতির পর জামাল প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিবেশী দেশ ভারতে খেলতে যাচ্ছেন।
এসএস//