পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের মৃত্যু
- Update Time : ১২:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম মারা গেছেন।
গতকাল বুধবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে শওকত আজিজ রাসেল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
গত ১১ ডিসেম্বর কারোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এমএ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
ব্যবসায়ী এম এ হাসেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এসএস//