শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব নির্বাচনে বাধা নেই
- Update Time : ১২:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ৩ Time View
নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম প্রাচীন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন- ২০২১ নিয়ে বিচারিক আদালতের জারি করা স্থিতিবস্থা স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বরিশাল প্রেসক্লাব নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো আইনি বাঁধা রইল না বলে জাগোনিউজকে নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান।
এই সংক্রান্ত রিভিশন আপিল শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার ২২ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিভিশনের পক্ষে শুনানি করেন এবিএম ছিদ্দিকুর রহমান খান। তার সাথে ছিলেন, আইনজীবী ইশতিয়াক আহমেদ ও এআর আনিসুর রহমান।
এবিএম ছিদ্দিকুর রহমান খান বলেন, নির্বাচন নিয়ে এর আগে বরিশাল আদালতে দুইজন সাংবাদিক মামলা করেন। ওই মামলার প্রেক্ষাপটে বরিশালের সিনিয়র সহকারীজজ আদালত নির্বাচনের ওপর স্থিতিবস্থা জারি করে আদেশ দেন। ওই আদালতের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন উচ্চ আদালত হাইকোর্টের একক বেঞ্চ।
তিনি জানান, দুইজন সাংবাদিকের করা মামলার প্রেক্ষাপটে বরিশালের সিনিয়র সহকারীজজ আদালতের দেওয়া স্থিতিবস্থা জারি করা আদেশ চ্যালেঞ্জ করে প্রেসক্লাবের নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসেন হাইকোর্টে রিভিশন আপিল করেন। ওই রিভিশন শুনানি নিয়ে ওই স্থিতিবস্থা স্থগিত করে দিয়েছেন উচ্চ আদালত হাইকোর্টের একক বেঞ্চ।
জানাগেছে, এরই মধ্যে দেশের অন্যতম প্রাচীন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সাংবাদিক ভোটারদের ভোট গ্রহনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এফএইচ/