দেশের বাজারে প্রথম শরিয়াহ বন্ড
- Update Time : ১২:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দেশে প্রথমবারের মতো ইসলামি বন্ড বাজারে ছাড়তে যাচ্ছে সরকার। শরিয়াহভিত্তিক ৮ হাজার কোটি টাকার এ বন্ড চলতি মাসের মধ্যেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। সুকুক ছাড়ার জন্যই এই দ্বিপক্ষীয় চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক সুকুক বন্ড ইস্যু করবে। শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড সাধারণত ‘সুকুক’ নামে পরিচিত।
সুকুক একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল। এখন থেকে সুকুক হবে সরকারের অর্থ সংগ্রহের নতুন একটি উৎস, যে অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে।
জানা গেছে, এই বন্ড ছাড়তে সরকার গত অক্টোবরে প্রথমবারের মতো নীতিমালা করেছে। তার আওতায় বন্ড ইস্যুর চুক্তি হয়েছে গতকাল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থসচিব আবদুর রউফ তালুকদার এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান উপস্থিত ছিলেন।