গুলিস্তানের সুন্দরবন মার্কেটের ৩৪ দোকান উচ্ছেদে বাধা কাটলো
- Update Time : ০৫:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
আদালত প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ডানপাশের ৩৪ দোকান উচ্ছেদে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। এর ফলে ওইসব অবৈধ দোকান উচ্ছেদে বাধা কাটলো।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ও কর্পোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তার সাথে ছিলেন সিটি কর্পোরেশনের আইনজীবী ব্যারিস্টার মেজকাহুর রহমান শুভ। অন্যদিকে, সুন্দরবন স্কয়ার মার্কেটের দোকানদারদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল।
এর আগে গত ১৭ ডিসেম্বর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ডানপাশের ৩৪ দোকান উচ্ছেদে স্থিতাবস্থা জারির পাশাপাশি রুলও জারি করেন হাইকোর্ট। ওই ৩৪ দোকান মালিকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
ওই দিন আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
ওই দিন বদরুদ্দোজা বাদল জানিয়েছিলেন, আমাদের আবেদনকারীদের ৩৪টি দোকান মার্কেটের ডানপাশে অবস্থিত। আমরা বলেছি- কোনো কারণ না দেখিয়ে উচ্ছেদ করা হচ্ছে। এরপর আদালত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন এবং রুল জারি করেছেন।
এদিকে ওই একইদিন ১৭ ডিসেম্বর দুপুর থেকেই মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ বলেন, সুন্দরবন স্কয়ার মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে।
এদিকে মার্কেটের দোকান উচ্ছেদ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানায় ৩৪ দোকান মালিক। সেসব রিটের শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।
এফএইচ/এসএস//