সৌদিতে নির্দেশ অমান্যে ১০০ ইমাম বরখাস্ত
- Update Time : ০৩:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : সৌদি আরবের সরকার দেশটিতে অন্তত ১০০ ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করেছে। এরা মক্কা ও আল-কাসিমের বিভিন্ন মসজিদে ইমামতি করতেন। সরকারি নির্দেশ অনুযায়ী খুতবায় মুসলিম ব্রাদারহুডের নিন্দা না করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আল-ওয়াতান পত্রিকার বরাতে মিডেল ইস্ট মনিটর এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের সকল ইমাম ও ধর্মীয় নেতার প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে মুসলিম ব্রাদারহুডের সমালোচনা করতে বলা হয় তাদের। সেইসঙ্গে এ কথাও বলতে বলা হয় যে, সমাজের মধ্যে মতভেদ ও বিভেদ সৃষ্টি করছে মুসলিম ব্রাদারহুড।
সংগঠনটি ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থ প্রচার করে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সৌদি আরব ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা দেয় এবং দেশটিতে এর কর্মকাণ্ড নিষিদ্ধ করে।
এসএস//