বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ জানে না প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) মঙ্গলবার ২২ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।
ডিএসই সূত্র জানায়, বেক্সিমকোর শেয়ার দর টানা বাড়ছে শুধু তাই নয় অধিকাংশ সময় লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করে আসছে কোম্পানিটি। টানা দর বাড়ার বিষয়টিকে অস্বাভাবিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। নোটিশে ডিএসই জানতে চায় দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল আছে কিনা। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বাড়ার কোনো কারণ জানেনা প্রতিষ্ঠানটি। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই।
শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে গত ২৮ অক্টোবর কোম্পানির শেয়ার দর ছিল ১৯ টাকা ৯০ পয়সা। মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ৩৮ টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা। এটাকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
পুঁজিবাজারে ১৯৮৯ সালে তালিকাভুক্ত হয়েছে বেক্সিমকো। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
এসএস//
Leave a Reply