ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা
- Update Time : ০২:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। তবে নীল দল ব্যতীত অন্য কোনো প্যানেলের প্রার্থী অংশ না নেয়ায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। এতে সভাপতি হয়েছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন পরিচালক অধ্যাপক জাকির হোসেন ভূইয়া এ ফল ঘোষণা করেন। সাদা দল করোনা পরিস্থিতির কারণে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়।
ফল ঘোষণার সময় নির্বাচন পরিচালক অধ্যাপক জাকির হোসেন ভূইয়া বলেন, একটি প্যানেলের প্রার্থী ব্যতীত অন্য কোনো প্যানেলের প্রার্থী না থাকায় নীল দলের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়। আমাদের কাজ ছিল সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা।
এতে সহ-সভাপতি হয়েছেন অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন জয়লাভ করেন।
এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং অধ্যাপক ড. নিসার হোসেন বিজয়ী হন।
এসএস//