গোবিন্দা-রানি হাতেনাতে ধরা বন্ধ ঘরে!
- Update Time : ০৭:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক: নব্বই দশকে বলিউড কাঁপিয়ে-দাপিয়ে রাজ করেছেন গোবিন্দা। নীলমসহ একের পর এক নায়িকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে হাজারো জল্পনা-কল্পনা বলি টাউনের অলিগলিতে ঘোরাফেরা করতো।
বলা বাহুল্য, এর প্রভাব পড়েছিলো তার বিবাহিত জীবনেও।
গোবিন্দার একাধিক সম্পর্ক নিয়ে স্ত্রী সুনীতা আহুজা মোটেও খুশি ছিলেন না। মাঝেমধ্যেই অশান্তি উঠত চরমে। এরমধ্যেই ঘটেছিলো আরেক চরম ঘটনা। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বন্ধ হোটেল ঘরে হাতেনাতে ধরা পড়েছিলেন গোবিন্দা, এমন গুঞ্জনও চাউর হয়েছিলো। ‘হাদ কর দি আপনে’ ছবির সেটে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম পরিচয় হয় গোবিন্দার। ভারতের বাইরে কখনো সুইৎজারল্যান্ড আবার কখনো মার্কিন মুলুকে শুরু হয় সিনেমার শ্যুটিং।
কুছ কুছ হোতা হ্যায়, হেলো ব্রাদার, বাদল’র মতো ব্লকবাস্টার সিনেমা করে রানি তখন ইন্ডাস্ট্রির বেশ বড় নাম। কিন্তু গোবিন্দার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া যেকোনো নায়িকার কাছেই বড় প্রাপ্তি। কাজেই ক্যারিয়ারের ১০ নম্বর ছবি ‘হাদ কর দি আপনে’ নিয়ে বেজায় উত্তেজিত ছিলেন রানি।
শোনা যায়, ওই সিনেমার শ্যুটিংয়ের দরুণ কাছাকাছি আসেন গোবিন্দা আর রানি। বিদেশে শুটিংয়ের সময় তাদের প্রায়শই একসঙ্গে দেখা যেত।
এসএস//