কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণায় ১০ বিজ্ঞানীর একজন তাসনিম
- Update Time : ০৬:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করছেন বাংলাদেশি একজন তরুণী। নাম তনিমা তাসনিম অনন্যা। কৃষ্ণগহ্বরগুলো কীভাবে বেড়ে ওঠে এবং পরিবেশে কী প্রভাব রাখে তার পূর্ণাঙ্গ চিত্র এঁকে দেখিয়েছেন তিনি। ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্বের সেরা ১০ বিজ্ঞানীর তালিকায় তার নাম উঠেছে।
২৯ বছর বয়সী এই তরুণী ডার্টমাউথ কলেজের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সায়েন্স নিউজ নামের একটি গণমাধ্যম সম্প্রতি তনিমা তাসনিমের এ সফলতার কথা জানায়।
গত ৩০ সেপ্টেম্বর এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ নামের একটি তালিকা প্রকাশ করে গণমাধ্যমটি। যেখানে তাসনিমের কাজকে অসাধারণ গবেষণা বলে উল্লেখ করা হয়।
ছোটবেলা থেকেই ঢাকায় পরিবারের সঙ্গে থাকার সময় মহাকাশের প্রতি আগ্রহ জন্ম নেয় তাসনিমের। সেই থেকেই মহাকাশবিজ্ঞানে তার আগ্রহ বাড়তে থাকে। ওই আগ্রহ থেকেই পরে এ বিষয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে পিএইচডিও সম্পন্ন করেন তাসনিম। এর আগে নাসা ও সার্নে ইন্টার্নশিপ করেন।
এসএস//