২৫ কেজি ওজনের বোয়াল ধরা পড়লো পদ্মায়
- Update Time : ০৫:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
গোয়ালন্দ প্রতিনিধি : উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ২২ ডিসেম্বর সকালে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে ভিড় করে আশেপাশের মানুষ।
পরে মাছটি দৌলতদিয়া ঘাটের নাটো মোল্লার আড়ত থেকে নিলামে বিক্রি হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ী জানান, সকালে নাটো মোল্লার আড়ত থেকে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকা দিয়ে কিনেছেন।
তিনি বলেন, মাছটি পরে ৭৫ হাজার টাকায় এক ব্যবসায়ীর বিক্রি করে দিয়েছি।
মাছ ব্যবসায়ী নুরু মিয়া জানান, মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে স্থানীয় জেলে কালী হলদার। এসময় তার জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পরে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে।
এসএস//