অনলাইন ডেস্ক : খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সৌদি আরবে বিভিন্ন দোকানে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পালিত হবে। স্থানীয়রা এ ঘটনাকে অবিশ্বাস্যো বর্ণনা করে বলেছেন, এটি অকল্পনীয়,বিরল ঘটনা!
সৌদি আরবে মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকদের ধর্মচর্চা নিষিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির মুসলমানদের রক্ষণশীলতা থেকে বের করে আনার চেষ্টা করছেন।
তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এ পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে।
রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেন, আমি কল্পনা করতে পারি না, এটি দেখব। বড়দিন উপলক্ষে শান্তা ক্লজের পুতুল, বাবেল, ক্রিস্টমাস ট্রি ও বিভিন্ন গহনা বিক্রি করা হচ্ছে। এই বাসিন্দা বলেন, আমি অবাক হয়ে গেছি। তিনি এগুলো শনাক্ত করে বাতিলের দাবি জানান।
তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল।
এসএস//
Leave a Reply