দুই খণ্ডে মিশন এক্সট্রিম
- Update Time : ০৮:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক: অবশেষে ঘোষিত হলো কপ ক্রিয়েশন প্রযোজিত বহুল আলোচিত পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ মুক্তির চূড়ান্ত দিনক্ষণ।
দুই খণ্ডে মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এমন দুটি সিক্যুয়েলে ছবি মুক্তির ঘটনা এটাই প্রথম। সংশ্লিষ্টরা জানান, আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম খণ্ড।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘অনেকটা সময় পাড়ি দিয়ে আমরা আবার হলমুখি হচ্ছি। এটি চলচ্চিত্রের দর্শক, কলাকুশলী ও নির্মাতাসহ সকলের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বিষয়। আমার ধারণা, মিশন এক্সট্রিম ঈদে মুক্তির মাধ্যমে এই হলমুখি স্রোতকে আরো বেগবান করবে, যা পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি আশীর্বাদ।
সিনেমাটির প্রথম পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সুদীপ বিশ্বাস, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী, রাশেদ মামুন অপু, ইমরান সওদাগর, আরেফ সৈয়দ, দীপু ইমাম, সুষমা সরকার, লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ।
এসএস//