শিরোনাম:
চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ ডিপজল

- Update Time : ০৬:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১০ Time View
বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। সুস্থ হয়ে সম্প্রতি দেশে ফিরে এসেছেন এই অভিনেতা।
জানা যায়, ডিপজলের হার্টে দুটি রিং-ব্লক ধরা পড়েছিল। নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে গত ১ ডিসেম্বর ঢাকা ছাড়েন ডিপজল। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন।
ডিপজল বলেন, ‘আমি এখন সুস্থ আছি। ওখানে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে। তবে অন্য দুই হাসপাতাল বলেছে, ওষুধ খেয়ে চলে আসতে। এখন কোনো অসুবিধা নেই।
এসএস//