শিরোনাম:
বাংলাদেশ বিমানও যাবে না সৌদি
- Update Time : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমণ রোধে সৌদি আরব এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। দেশটির নিষেধাজ্ঞার কারণে আজ সোমবার থেকে বাংলাদেশ বিমানও জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক। জনসংযোগ বিভাগ জানায়, এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।
একই সঙ্গে স্থল ও জলপথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।
এসএস//