ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, নম্বর বণ্টনে পরিবর্তন
- Update Time : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা পরিস্থিতির কারণে সব পরীক্ষার্থীকে ঢাকায় না এনে তাদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।
সভায় ঢাবির আসন সংখ্যা কমানোর প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এসএস//