পৌরনির্বাচনে আওয়ামী লীগের ৬১ প্রার্থী চূড়ান্ত
- Update Time : ১২:১৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে ৬১ দলীয় মেয়র প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শুক্রবার ১৮ ডিসেম্বর বিকালে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শুক্রবার ১৮ ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানায়, শুক্রবার বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই সভায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬১ পৌরসভায় দলীয় মেয়রপ্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন:
রংপুর বিভাগের দিনাজপুর জেলার দিনাজপুর পৌরসভায় রাশেদ পারভেজ,বিরামপুরে মো. আক্কাস আলী,বীরগঞ্জে মো. নুর ইসলাম ও সৈয়দপুরে রাফিকা আকতার জাহান।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় মো. ফরহাদ হোসেন ধলু, গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মো. আব্দুল্লা আল মামুন ও গাইবান্ধা পৌরসভায় শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর।
রাজশাহী বিভাগে বগুড়া জেলার শেরপুর পৌরসভায় মো.আব্দুস সাত্তার, বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভায় মো. আলমগীর শাহী, সান্তাহার পৌরসভায় মো. আশরাফুল ইসলাম (মন্টু),নওগাঁ জেলার নজিপুর পৌরসভায় মো.রেজাউল কবির চৌধুরী, রাজশাহী জেলার কাকনহাট পৌরসভায় এ.কে. এম আতাউর রহমান খান,ভবানীগঞ্জ পৌরসভায় মো.আ মালেক ও আড়ানী পৌরসভায় মো.শহীদুজ্জামান।
নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভায় মো. মনিরুজ্জামান মনির,গোপালপুর পৌরসভায় কাজী আসিয়া জয়নুল ও গুরুদাসপুর পৌরসভায় মো.শাহনেওয়াজ আলী।
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভায় সৈয়দ আব্দুর রউফ মুক্তা,উল্লাপাড়া পৌরসভায় এস.এম নজরুল ইসলাম ও বেলকুচি পৌরসভায় বেগম আশানুর বিশ্বাস। রায়গঞ্জ পৌরসভায় মো. আব্দুল্লাহ আল পাঠান, কাজিপুর মো. আব্দুল হাননান তালুকদার।
পাবনা জেলায় ঈশ্বরদীতে মো.ইছাহক আলি মালিথা,ফরিদপুরে খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ), সাঁথিয়া মো. মাহবুবুল আলম, ভাঙ্গুড়ায় মো. গোলাম হাসনাইন ও সুজানগরে মো.রেজাউল করিম।
খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী পৌরসভায় আহম্মেদ আলী। কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভায় আনোয়ার আলী, কুমারখালীতে মো.সামছুজ্জামান অরুন, ভেড়ামারা মো.শামিমুল ইসলাম ছানা ও মিরপুরে মোহা.এনামুল হক।
এসএস//