পাবনায় ট্রাকের ধাক্কায় আপন ২ ভাইসহ নিহত ৩
- Update Time : ০৬:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
পাবনা সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার ১৮ ডিসেম্বর দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) ভাঙ্গুড়া উপজেলানর পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামানিকের ছেলে এবং ছুম্মা খাতুন (১৩) তাদের চাচাতো বোন। সে একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চারজন চর ভাঙ্গুড়া থেকে ভাঙ্গুড়ার হাটগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে তাদের বহনকারী ভ্যানটি ভাঙ্গুড়ার রাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলা থেকে পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। একে ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে,এটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।
এসএস//