বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন
- Update Time : ১০:৪৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
অন্যান্য বছর এই দিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে শ্রদ্ধা জানালেও এবার মহামারি করোনার কারণে রাষ্ট্রীয় এই আয়োজন সীমিত আকারে পালন করা হচ্ছে।
রাষ্ট্র ও সরকার প্রধানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শ্রদ্ধা জানান।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা এবং শহীদ সন্তানরা। শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে।
এরপর শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হলে নেমে আসে জনস্রোত। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদীমূল।
এসএস//