শিরোনাম:
ফাইনালে সাকিবকে পাচ্ছে না জেমকন খুলনা
- Update Time : ১২:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না জেমকন খুলনা। শ্বশুরের অসুস্থতার খবর জেনে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অলরাউন্ডার। আজ যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবেন তিনি।
সাকিবের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেমকন খুলনার মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন। তিনি জানান, শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব।
এর আগে আসরের প্রথম কোলিয়াফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিব-মাহমুদউল্লাহ-মাশরাফিদের খুলনা।
এদিকে এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিবের অবশ্য এই টুর্নামেন্টটি খুব ভালো যায়নি। ৯ ম্যাচ খেলে ১১০ রান ও ৬টি উইকেট পেয়েছেন তিনি।
এসএস//