ধামরাইয়ে এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা
- Update Time : ০৫:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সাভার প্রতিনিধি : জেলার ধামরাই উপজেলায় ইসমাইল হোসেন (২৪) নামে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত মো.রাজীবকে (৩০) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার ১৫ আগস্ট দুপুর দেড়টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইসমাইল হোসেন ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমরাইল এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে। তিনি দুই বছর ধরে সন্ধি মানব উন্নয়ন সংস্থায় মাঠকর্মী পদে কাজ করতেন। রাজীব (৩০) একই গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বনেরচর গ্রামে কিস্তি আদায় শেষে অফিসে ফেরার পথে ইসমাইল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাজীবসহ তিন ব্যক্তি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি।
ধামরাই থানা পুলিশ জানায়, দুপুরের দিকে তিন ব্যক্তি এক এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেলে বাকিদের দ্রুত আটক করা হবে।
এসএস//