শিরোনাম:
হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার

- Update Time : ০৫:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫ Time View
জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় নববধূসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে নৌ পুলিশ।
আজ মঙ্গলবার ১৫ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে ঢালের চরের উদ্দেশে রওনা হয় ট্রলারটি। পথে কেরিংচর এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় সেটি।
স্থানীয়রা জানিয়েছেন, তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। অনেকে সাঁতরে নদীর পাড়ে উঠেছেন। এখনও কতজন নিখোঁজ আছেন তার সঠিক সংখ্যা জানাতে পারেননি তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও চারজন নারী রয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন।