শিরোনাম:
রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- Update Time : ১২:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল সোমবার ১৪ ডিসেম্বর তিতাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য মঙ্গলবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিকেল চারটার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসএস//