বিজয় দিবসে মুক্তি পাচ্ছে না ‘প্রিয় কমলা’
- Update Time : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে ‘প্রিয় কমলা’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। এটি বাপ্পী-অপু জুটির দ্বিতীয় সিনেমা। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে আটকে গেলো সিনেমাটি। এমনটাই জানা গেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে।
সেন্সর বোর্ডের সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমরা বেশ কিছু জায়গায় সংশোধনী দিয়েছি। এর বেশি কিছু জানাতে পারব না।
জানতে চাইলে ‘প্রিয় কমলা’ সিনেমার পরিচালক বলেন, ‘সেন্সর বোর্ড সিনেমাটি নিয়ে কয়েকটি সংশোধনী দিয়েছে। যার কারণে ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কারেকশন করে ১৭ ডিসেম্বর আবার সেন্সর বোর্ডে জমা দেব। সেন্সর পেলে নতুন মুক্তির তারিখ জানাতে পারব।’
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তার বিপরীত ‘প্রিয়’ চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
অপু-বাপ্পী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ।
এসএস//