শিরোনাম:
বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান
- Update Time : ০৭:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ থেকে ১২ হাজার তৈরি পোশাক কারখানার জন্য দক্ষ শ্রমিক নেবে জর্ডানের একটি কোম্পানি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাত।
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে, যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন বলে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য।
নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এই নিয়োগ প্রক্রিয়া শুধু বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যে নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।
এসএস//