শিরোনাম:
বাঁচা-মরার ম্যাচে এলোমেলো ঢাকা
- Update Time : ০৭:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : বাঁচা-মরার ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে এলোমেলো করে দিল গাজী গ্রুপ চট্টগ্রাম।
লক্ষ্য একেবারে নাগালেই রাখলো মোহাম্মদ মিথুনের দল। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিং করে ঢাকা অলআউট ১১৬ রানে। মোস্তাফিজুর রহমানের কারিশমায় ‘ডু অর ডাই’ ম্যাচে ঢাকার কোনও ব্যাটসম্যানই ভালো করতে পারেননি। ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান টানা দুই বলে আল-আমিন ও নাসুম আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন।
চট্টগ্রামের বাঁহাতি পেসার ৩২ রানে পেয়েছেন ৩ উইকেট। আরেক বাঁহাতি শরীফুল ইসলাম নেন ২ উইকেট। এছাড়া ২২ গজে হাত ঘোরানো রাকিবুল হাসান, নাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকারও পেয়েছেন ১টি করে উইকেট।
এসএস//