টাইগার নয়,দিশার প্রিয় অভিনেতা জ্যাকি চ্যান
- Update Time : ০৩:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি বলিউডের আলোচিত জুটি । অনেকদিন থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে বলিপাড়ায়। তবে বিষয়টি অস্বীকার করে আসছেন এই জুটি।
এদিকে টাইগারের সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এই অভিনেত্রীর প্রিয় অভিনেতা অন্য কেউ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে দিশার কাছে তার প্রিয় অভিনেতার নাম জানতে চাওয়া হয়। উত্তরে অভিনেতা জ্যাকি চ্যানের নাম বলেন তিনি। এই অভিনেত্রী জানান, তার প্রিয় হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’। এছাড়া কোরিয়ান ড্রামা সিরিজ দেখতে পছন্দ করেন তিনি।
ব্যক্তিগত জীবনের জ্যাকি চ্যানের সঙ্গে দিশার বেশ ভালো বন্ধুত্ব। একসঙ্গে ইন্দো-চাইনিজ ‘কুংফু ইয়োগা’ সিনেমায় অভিনয় করেছেন তারা। এটি পরিচালনা করছেন স্ট্যানলি টং। ২০১৭ সালে মুক্তি পায় সিনেমাটি।
সিনেমায় কাজের দিক থেকে কয়েকদিন আগে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। অন্যদিকে, খুব শিগগির ‘হিরোপান্তি টু’ সিনেমার শুটিং শুরু করবেন টাইগার শ্রফ। এছাড়া ‘বাঘি-ফোর’‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে।
এসএস//