লাইফস্টাইল ডেস্ক : করোনার উপসর্গের তালিকায় নতুন যোগ হয়েছে চোখ ফুলে যাওয়া, ব্যথা বা জ্বালা হওয়ার মতো উপসর্গ। সম্প্রতি জার্নাল বিএমজেতে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে চোখে জ্বালা ও ব্যথা করোনা ভাইরাস আক্রান্তদের অন্যতম উপসর্গ।
গবেষণা করার সময় দেখা যায়, করোনা আক্রান্ত ব্যক্তিদের প্রায় পাঁচ শতাংশের মধ্যে অন্যান্য উপসর্গের চেয়ে চোখে ব্যথা ও জ্বালার অনুভূতি বেশি প্রকট।
এছাড়াও, প্রায় ৮৩ শতাংশের মধ্যে ৮১শতাংশের কোভিড-১৯ এর অন্যান্য উপসর্গ প্রকাশ্যে আসার আগেই চোখে ব্যথা, জ্বালা অস্বস্তি দেখা গিয়েছে। যাদের দিন কয়েক পরেই করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেরই করোনা আক্রান্তদের চোখে জ্বালাপোড়া ছিল প্রায় দু’সপ্তাহ।
চোখ, নাক ও মুখের সাহায্যেই আমাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করে, তাই বাইরে বের হলে চশমা ব্যবহার করতে পারেন। চোখে হাত দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখুন। চোখের ব্যথা ও জ্বালা করলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
এসএস//
Leave a Reply