সীমান্তে হেলিপোর্ট তৈরি করছে চীন!
- Update Time : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ৩ Time View
সারাদেশ ডেস্ক : পূর্ব লাদাখে সীমান্তজুড়ে একাধিক হেলিপোর্ট নির্মাণ করে চলেছে চীনা সেনা। এবার জিনজিয়াংয়ে অর্থাৎ পূর্ব তুর্কেস্তান ও তিব্বতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে চীন। মূলত তাদের নজর আকসাই চীনের দিকে, এই এলাকাকে চীনা সেনার কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বেইজিং।
হাই রেজিলিউশন স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে চীনা সেনার নতুন নির্মাণের ছবি। হেলিপোর্ট যে তৈরি করা হচ্ছে, তা স্পষ্ট। ভারতের দৌলত বেগ ওলডি এয়ারবেসের ঠিক উলটো দিকেই চীন এই হেলিপোর্ট তৈরি করছে। ১৬,৭০০ ফুট উচ্চতায় এই দুটি নির্মাণই সীমান্তের খুব কাছে।
দৌলত বেগ ওলডি কৌশলগত দিক থেকে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তারই কাছাকাছি চীন হেলিপোর্ট তৈরির করা বেশ ইঙ্গিতপূর্ণ। নতুন উপগ্রহ চিত্রে দেখা গেছে বিতর্কিত এলাকাতেই হেলিপোর্ট তৈরি করা হচ্ছে। ২০১৯ সাল থেকেই ওই এলাকায় নির্মাণ ধীরে ধীরে শুরু করে চীন। এতে একাধিকবার আপত্তি জানিয়েছিল ভারত।
এদিকে, সীমান্তের ক্রমবর্ধমান উত্তেজনায় চীন ক্ষমতা কায়েম করতে বিশালসংখ্যক সেনা মোতায়েন করেছে। ভারতও পাল্টার ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।
এসএস//