দর বাড়ার শীর্ষে ম্যাকসন্স স্পিনিং
- Update Time : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ম্যাকসন্স স্পিনিং লিমিটেড। কোম্পানিটির দর ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৮৪৬ বারে ১ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৮৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৭৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৮১ বারে ৯ লাখ ১৮ হাজার ২২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬১ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এম.আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিটির দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়।
এসএস//