টেকটিক্যাল বেল্টে বদলে যাচ্ছে পুলিশ
- Update Time : ০৮:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কার্যক্রম ডিজিটালাইজড হওয়ার পাশাপাশি এবার আধুনিক ও উন্নত বিশ্বের আদলে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে বড় ও ভারী অস্ত্রের পরিবর্তে পুলিশের সদস্যদের দেয়া হবে ছোট পিস্তল। সংযোজন করা হচ্ছে সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্ট।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে প্রাথমিকভাবে পুলিশ সদস্যদের মাঝে ১০ হাজার টেকটিক্যাল বেল্ট সরবরাহ করবে পুলিশ সদর দপ্তর। এরপর পর্যায়ক্রমে পুরো পুলিশ বাহিনীর সব সদস্যকে এই টেকটিক্যাল বেল্ট দেয়া হবে। আর পিস্তলের জন্য নির্ধারিত চেম্বারটি ডান পাশের উরু বরাবর পরবেন পুলিশ সদস্যরা।
ছয় চেম্বারের আধুনিক এই সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, পানির পটসহ প্রয়োজনীয় সবকিছু। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) চালু হচ্ছে হ্যান্ডস ফ্রি পুলিশিং বা হাত খালি রাখা।
বড় ও ভারী অস্ত্রের পরিবর্তে উন্নতমানের ছোট পিস্তল দেয়া হবে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের। বিজয় দিবসের দিন ঢাকায় ও চট্টগ্রামের ১০ হাজার পুলিশ সদস্য সাজবে নতুন সাজে।
এসএস//