শিরোনাম:
জিমেইলসহ গুগলের সার্ভিস ডাউন
- Update Time : ০৭:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ইউটিউব, জিমেইল, ড্রাইভসহ গুগলের বেশ কিছু সার্ভিস বিশ্বের বিভিন্ন জায়গায় ঠিকভাবে কাজ করছে না। কম্পিউটারে ব্রাউজার কিংবা অ্যাপ দিয়েও এসব সেবা ব্যবহার করা যাচ্ছে না। এতে সমস্যায় পড়েছেন কোটি কোটি ব্যবহারকারী।
আজ সন্ধ্যা থেকে বাংলাদেশের ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে, গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না।
গত আগস্টে গুগল নিয়ে সমস্যায় পড়ছিলেন ব্যবহারকারীরা। সে সময়ও আরও কয়েকটি অ্যাপ্লিকেশনের সঙ্গে ইউটিউব ডাউন ছিল। গত মাসেও গুগল ব্যবহারে সমস্যায় পড়তে হয়েছিল।
ইউরোপজুড়ে ও জাপানে গুগল অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যার কথা জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম।
এসএস//