গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত
- Update Time : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
জেলা প্রতিনিধি : গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীণ হাইওয়ে সড়কের গাইবান্ধা সদর উপজেলার মাঠেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানা পুলিশ।
নিহত মোফাছেরুল ইসলাম মমিনুল (৪৮) সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের সাবেক তহশীলদার আব্দুল আলিমের ছেলে এবং ধুবনি মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন।
এ ঘটনা আহত জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর থানা পুলিশ জানায়, বাড়ি থেকে মমিনুল ও তার বন্ধু জাহাঙ্গীর মোটরসাইকেল যোগে গাইবান্ধা জেলা শহরে আসছিলেন।
পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনুল নিহত হন।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় পুলিশ।
এসএস//