চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড
- Update Time : ০১:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ফাতেমা আক্তার মিম নামে নয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আট জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ১৪ ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে সাত জন কারাগারে আছেন। একজন পলাতক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. বেলাল হোসেন ওরফে বিজয়, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন, মো. আকসান মিয়া প্রকাশ হাসান, মো. সুজন, মনিরুল ইসলাম মনু। বাকি দুই আসামির নাম এখনও জানা যায়নি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর পিপি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ২১ জানুয়ারি মিমকে হত্যা করা হয়। ওই দিন আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজা কাশেম কলোনির বাসিন্দা মো. জামালের মেয়ে মিম। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন।
এসএস//